E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যুবক খুনের গুজব ছড়িয়ে চারটি বসত বাড়িতে হামলা ভাঙচুর, ১১ গরু লুটের অভিযোগ

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১৪:১৮:২৮
যুবক খুনের গুজব ছড়িয়ে চারটি বসত বাড়িতে হামলা ভাঙচুর, ১১ গরু লুটের অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : যুবক খুনের গুজব ছড়িয়ে চারটি বসত বাড়িতে হামলা ও ভাঙচুড় চালিয়েছে একই গ্রামের প্রতিপক্ষের লোকেরা এসময় হামলাকারীরা নেত্রকোনা জেলা জজকোর্টের আইনজীবী ও ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের গরুর খামার থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু লুট করে নিয়ে যায় বলে ওঠেছে। তবে একদিন পেরিয়ে গেলেও পুলিশ লুট করে নিয়ে যাওয়া গরুগুলি উদ্ধার করতে পারেনি।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে। জানা যায় একই গ্রামের আব্দুর রাজ্জাক, আব্দুল হেকিম, বাবুল মিয়া, রবি মিয়া, নূরু মিয়া, আলমগীর, রমজান মিয়া, জহিরুল গংরা আমতলা গ্রামের আইনজীবী ও ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলতে থাকে। রফিকের প্রতিপক্ষের লোকদের বাড়ির পাশেই রফিক ও তার গোষ্ঠীর লোকদের গরুর খামার ও ফিসারী অবস্থিত। আইনজীবী রফিকের দাবি প্রতিপক্ষের আব্দুর রাজ্জাক গংরা রফিকের কাছে চাঁদা বাদি করে ৩ লাখ টাকা। ফিসারী ও গরুর খামার পরিচালনা করলে তাদেরকে টাকা দিতেই হবে। এ বিষয় নিয়ে শনিবার কথা কাটাকাটির পর দুই গ্রুপের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধাড়ালো অস্ত্রের আঘাতে মৃত বকুল মিয়ার ছেলে জাকির আহত হয়। পরে গুজব ছড়িয়ে দেওয়া হয় জাকির খুন হয়ে গেছে। খুনের গুজব ছড়িয়ে পড়লে আমতলাসহ অন্যান্য পার্শবর্তী গ্রামের জাকিরের আত্মীয়স্বজনরা দলে দলে এসে রফিকের বাড়িতে ভাঙচুর চালায়।

এছাড়া হাবিব মিয়ার গরুর খামার ভাঙচুড়, জসীম উদ্দিনের বসতবাড়ী ভাঙচুড় ও লুটপাট, এবং রফিকের গরুর খামার থাকা ১১টি গরু এবং ২টি বৈদ্যুতিক মটার লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীদের তান্ডবে রফিক ও তার পরিবারের লোকেরা ঘরের দরজা বন্ধ করে ঘণ্টা ব্যাপী জিম্মী অবস্থায় থাকে। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রফিকুল ইসলাম বাদি হয়ে শনিবার রাতে ১০ জনের বিরোদ্ধে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কেন্দুয়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন দুই পক্ষের মধ্যেই সংঘর্ষ বেঁধে ছিল এর মধ্যে একজন আহতও হয়েছে। তবে শুধু গরু লুটের একটি অভিযোগ ফেয়েছি অভিযোগটি তদন্ত ও গরু উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে রফিকের প্রতিপক্ষের আব্দুর রাজ্জাকসহ অন্যান্য লোকেরা অভিযোগ করে বলেন, আমাদের জাকির নামের এক যুবককে খুনের চেষ্টা চালিয়ে মারাত্মক আহত করেছে। সেই ঘটনা আড়াল করতে রফিক তার খামার থেকে নিজেরাই গরুগুলি অন্যত্র নিয়ে আমাদের উপর গরু লুটের অভিযোগ দিচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও থাকে পাওয়া যায়নি। তবে ওই ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার বাচ্চুর ভাষ্য প্রতিপক্ষের লোকদের তান্ডবে রফিক ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ঘরেই থাকতে পারছেন না। রফিকের খামার থেকে কয়েকটি গরু প্রকাশ্যে দিনের বেলায় নিয়ে গেলেও এই গরুগুলি এখনো উদ্ধার হয়নি। তিনি এলাকার শান্তি প্রিয় পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের শক্তিশালী উদ্যোগ গ্রহণের দাবী জানান।

(এসবিএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test