E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজার বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির দুই পক্ষের পৃথক অবস্থান কর্মসূচি

২০২৩ জুন ০৮ ১৯:১০:৩৬
মৌলভীবাজার বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির দুই পক্ষের পৃথক অবস্থান কর্মসূচি

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির দুই পক্ষ।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত শহরের শাহ মোস্তফা সড়কে অবস্থিত বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের নেতৃত্বাধিন পক্ষের অবস্থান কর্মসূচি পালিত হয়। ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন।

অবস্থান কর্মসূচিতে দেয়া বক্তব্যে ফয়জুল করিম ময়ুন বলেন, এখন মানুষ বিএনপিকে বলাবলি করছে, আপনারা এই বিদ্যুৎ এর জন্য প্রতিবাদ করছেন না কেন? । সারাদেশে ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে বিএনপি আজ প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এই সরকার দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠিয়েছে আকাশে। উপরে স্যাটেলাইট আর এখন আমাদের হাতে আছে টর্চলাইট। ঘরে ঘরে মানুষের আজ বিদ্যুৎ নাই। ক্যাপাসিটি চার্জের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। দুর্নীতি করা হয়েছে। আমরা বিদ্যুৎ এর বিল আগে দেই-প্রিপেইড এর মাধ্যমে কিন্তু সেই বিলের টাকা কোথায় গেল। টাকার অভাবে সরকার কয়লা কিনতে পারছে না। ফলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে আজকে দেশে ডলার নেই, ব্যাংকে টাকা নেই। এর একমাত্র কারণ দেশ থেকে টাকা পাচার হওয়া। এটা আজ দেশবাসীর কাছে দিবালোকের মত সত্য হয়ে গেছে। সেকারণে অবিলম্বে এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মোক্তাদির রাজু। কর্মসূচি শেষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজার সার্কেলের নির্বাহীর প্রকৌশলী মো. হাবিবুল বাহারের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

এদিকে একই সময়ে শহরের বেজবাড়ি এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজানের নেতৃত্বাধিন জেলা বিএনপির আরেকটি অংশ। জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান)। কর্মসূচি শেষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী বরাবর স্মারক লিপি প্রদান করেন দলের নেতারা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।

(একে/এএস/জুন ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test