E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সালথায় গ্রাম্য দুই দলের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

২০২৩ জুন ০৫ ১৪:২৬:০৮
সালথায় গ্রাম্য দুই দলের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মামলা সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাম্য দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। এসময় অন্তত ১০টি বসতঘর ভাঙচুর করে সংঘর্ষকারীরা। এতে উভয়দলের অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসাপতালে ভর্তি করা হয়।

রবিবার (০৪ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের আলমপুর গ্রামে এই সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আলমপুর গ্রামে মো. নজরুল ইসলামের সমর্থকদের সাথে প্রতিপক্ষ মিরান শেখের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরধরে রবিবার সকালে মিরানের সমর্থকদের সাথে নজরুলের সমর্থকদের সঙঘর্ষ বাঁধে। দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয়পক্ষের অন্তত ১০টি বসতঘর ভাঙচুর করা হয়।

এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে মকিম শেখ, মিলু শেখ, নজলু শেখ, লিটন খা, আকাশ শেখ, আমির শেখ, হান্নান শেখ, সোরাপ শেখ, আল আমিন শেখ, ওমর শেখ, টিটু মোল্যা, রুস্তম মোল্যা, আনোয়ার মোল্যা, বাবলু মোল্যা ও আব্দুল্লাহ শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের দলনেতা একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন।

একপক্ষের দলনেতা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, একটি মামলা ওয়ারেন্ট থাকায় দুই দিন আগে মিরানের সমর্থক নাজমুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তবে নাজমুলকে আমার সমর্থকরা পুলিশে ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলে মিরানের সমর্থকরা। এতে এলাকায় উত্তেজিত হয়ে উঠে। একপর্যায় রবিবার সকালে আমার সমর্থক চায়ের দোকানদার স্বাধীন শেখ কুমারকান্দা বাজারে তার দোকানে যাওয়ার সময় তাকে মারধর করে মিরানের সমর্থকরা। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

প্রতিপক্ষের দলনেতা মিরান শেখ অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন আগে আমার সমর্থক লিটন খা বাদী হয়ে প্রতিপক্ষের নজরুলের সমর্থক তারিকুল মোল্যাসহ তার পরিবারের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে। ওই মামলায় তারিকুল জেল খেটে দুই দিন আগে জামিনে বের হয়ে আসে। রবিবার সকালে তারিকুল বাদী লিটনকে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। একপর্যায় এই নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এএনএইচ/এএস/জুন ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test