E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উদযাপন

২০২২ ডিসেম্বর ১৭ ১৮:১৬:২৫
তজুমদ্দিনে মহান বিজয় দিবস উদযাপন

চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসনের এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। 

১৬ ডিসেম্বর (শুক্রবার) রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল, ইউ এন ও মরিয়ম বেগম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন , অফিসার ইন চার্জ মাকসুদুর রহমান মুরাদ এর নেতৃত্বে তজুমদ্দিন থানা, সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৯ টায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে তজুমদ্দিন থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপিসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস এর মূল অনুষ্ঠানের সূচনা হয়।

সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বিকেলে উপজেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা, মুক্তিযোদ্ধা বি এ মোফাজ্জল, শাহাবুদ্দিন মাস্টার, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ্ কিরন, মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল, আবু তাহের, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, তজুমদ্দিন মডেল প্রেসক্লাবের সভাপতি চপল রায় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচির পরিসমাপ্তি ঘটে ।

(সিআর/এসপি/ডিসেম্বর ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test