E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সীতাকুণ্ডে নিহত ফায়ার লিডার এমরান হোসেনের দাফন সম্পন্ন

২০২২ জুন ০৭ ১৬:২৩:৩২
সীতাকুণ্ডে নিহত ফায়ার লিডার এমরান হোসেনের দাফন সম্পন্ন

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিহত এমরান হোসেন মজুমদার (৪০) দাফন সম্পন্ন হয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে। গতকাল সোমবার রাতে নিহতের মরদেহ তার নিজ গ্রাম কচুয়ার সিংআড্ডা গ্রামে পৌঁছায়। পরদিন মঙ্গলবার সকাল আটটার দিকে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তার লাশ দাফন করা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম জানান, নিহত এমরান হোসেন মজুমদার সীতাকুন্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে তিনি মারা যান। ফায়ারলিডার এমরান হোসেন মজমুদারের নামাজের জানায়ায় এলাকার শত শত লোক অংশ নেয়।

এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম, ইউএনও মো. মোতাছেম বিল্যাহ,কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মাহাতাব মন্ডল,ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এমরান হোসেন মজুমদারের মরদেহ গ্রামের বাড়িতে আনার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

(ইউ/এসপি/জুন ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test