E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘নৌকা ফেল করলে দেশে থাকতি পারবি না’- হিন্দু সম্প্রদায়কে নৌকা প্রার্থীর হুমকি! 

২০২১ ডিসেম্বর ৩১ ১৭:১৭:৫৭
‘নৌকা ফেল করলে দেশে থাকতি পারবি না’- হিন্দু সম্প্রদায়কে নৌকা প্রার্থীর হুমকি! 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর রাতের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে হুমকি প্রদান করে যাচ্ছে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী ও তার সমর্থকেরা।

স্থানীয়রা জানান, প্রয়াত স্কুল শিক্ষক রনজিৎ কুমার ঘোষের ছেলে সুব্রত ঘোষ কয়েকদিন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রচরণায় অংশগ্রহণ করে। তারপর থেকেই তাদের উপর নিয়মিত হুমকি আসতে থাকে। গত কয়েকদিন আগে তাদের বাড়িঘর ভাংচুর করে। এতে আতংক ও শংকার মধ্যে সময় কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ বাড়িই পুরুষশুন্য।পথিমধ্যে দেখা হয় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অজিত কুমার ঘোষের সাথে। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের তারা কোন সময়ই বাড়িতে থাকতে দিচ্ছে না। রাতের বেলায় দেশীয় অস্ত্র হাতে এসে আমাদের হুমকি দিচ্ছে নৌকা ভোট দিবি না দিলে কপালে অনেক দুঃখ আসে তোদের। যদি এই ইউনিয়নে নৌকা পাশ না করে তাহলে দেশে থাকতে পারবি না।এই বুড়ো বয়সে আমরা কোথায় যাবো?

এ সকল অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মামুন অস্বীকার করে বলেন, আমি বা আমার কোন কর্মী সমর্থক এরকম কোন ঘটনার সাথে জড়িত নই। তবে কেউ ষড়যন্ত্রে করে তাদের দিয়ে এমনটা বলাচ্ছে।

এ বিষয়ে শৈলকূপা সার্কেল এসপি অমিত কুমার বর্মণ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনবো।

(একে/এসপি/ডিসেম্বর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test